আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট’সহ তিন আসনে লড়বেন খালেদা জিয়া

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, মে ১৭, ২০১৭

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট’সহ তিন আসনে লড়বেন খালেদা জিয়া

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের তিন জেলায় তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার গুলশানে দলের শীর্ষপর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় নেতা এ তথ্য জানিয়েছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে এলাকাগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেগুলো হলো: সিলেট, ফেনী ও বগুড়া।

সিলেট বিভাগে বিএনপির সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল এছাড়া এর আগের নির্বাচনগুলোতে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলায় যে দল জয়লাভ করে সেই দলই ক্ষমতায় গেছে বলে দেশের রাজনীতিতে বিষয়টি স্বতঃসিদ্ধ হয়ে আছে।

বিএনপির নেতারা আশা প্রকাশ করেছেন খালেদার নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত দলের সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করবে। ২০১৪ সালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দ্বিতীয়বারের মত সিলেট থেকে নির্বাচনে জয়লাভ করেন। এর আগে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সিলেট থেকে সর্বশেষ বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট