প্রধান বিচারপতি যেসব বক্তব্য দিয়েছেন তা গণমাধ্যম বিচার করবে : আইনমন্ত্রী

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মে ৩, ২০১৭

প্রধান বিচারপতি যেসব বক্তব্য দিয়েছেন তা গণমাধ্যম বিচার করবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মাননীয় প্রধান বিচারপতি সম্পর্কে আমি কিছুই বলবো না, যেসব বক্তব্য তিনি দিয়েছেন সেসব গণমাধ্যম বিচার করবে।

বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট।

আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি সম্পর্কে প্রকাশ্যে আমি কোনো কথাই বলব না। যা বলব তা তার সামনেই গিয়ে বলব।

তিনি আরো বলেন, বর্তমান সরকার মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে এমন কিছু করবে না। ডিজিটাল আইসিটি অ্যাক্ট যুক্ত করা হয়েছে, ৫৭ ধারায় যদি কোনো সংশয় থাকে তা দূর করা হবে।