১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৭
বিএনপি সন্ত্রাসের দলে পরিণত হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশের একটি বড় রাজনৈতিক দল হওয়া সত্বেও তাদের ধ্বংসাত্বক জ¦ালাও-পুড়াও কর্মকান্ডের মাধ্যমে বিএনপি সন্ত্রাসের দলে পরিণত হয়েছে। এতে দেশের জনগণ ভোগান্তিতে পড়ছেন। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ, আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর। ফলে তাদের তৎপরতা শেষ হয়ে যাবে। তারা বেশিদিন ঠিকতে পারবেন না।’
শনিবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা’-শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির মদদে দেশে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল।
তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তদানিন্তন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রত্যক্ষ সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা হয়েছে। ওই সময়ে তারা প্লান মাফিক দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করে। তাদের সময়েই জঙ্গিদের লালন করে বাড়তে দেয়া হয়েছে। ফলে আজকে দেশে এমন পরিস্থিতির সৃষ্টি। তবে হলি আর্টিজানের ঘটনার পর মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে।’
এছাড়া তিনি জঙ্গিদের মদদদাতা, প্রশ্রয়দাতাদের ফের যেন ক্ষমতায় বসতে না পারে সে ব্যাপারে দেশের জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।
আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৪ সালে যেভাবে নির্বাচন হয়েছে ঠিক সেভাবেই ২০১৯ সালে নির্বাচন হবে। বিএনপি সেই নির্বাচনে অংশ নিলে তাদের স্বাগত জানাবো। কেননা- আমরা চাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। কিন্তু তারা না আসলে তোষামোদ করে নির্বাচনে আনা হবে না।’ তিনি আরো বলেন, গত নির্বাচনের সময়ে যেভাবে দেশকে অগ্নি সন্ত্রাসের দেশে পরিণত করেছিল আগামীতে আবারও এমন করতে পারে। এজন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’
তিনি অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সন্তান বিভ্রান্ত হয়ে বিপথগামী হচ্ছে কি না- সেদিকে খেয়াল রাখবেন। লক্ষ্য রাখবেন যাতে করে তারা ধর্মের অপব্যাখ্যকারীদের কবলে না পড়ে বিপথগামী হয়।’ তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদ সমর্থন করে না। জঙ্গিরা মানুষ হত্যা করে সারা বিশ্বের কাছে ইসলামকে অপমান করছে।’
পেশাজীবী সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি ডা. এহতেশামুল হক দুলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D