বিএনপিকে ছাড়া নির্বাচনে যাওয়া সম্ভব নয় : ফখরুল

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৭

বিএনপিকে ছাড়া নির্বাচনে যাওয়া সম্ভব নয় : ফখরুল

বিএনপিকে ছাড়া নির্বাচনে যাওয়া সম্ভব নয় বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচনে যাব না। আর বিএনপিকে ছাড়া দেশে কোনো নির্বাচন সম্ভব নয়। তাই সরকারের উচিত দেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা।

জনগণের কাছে দায় বদ্ধনয় বলেই সরকার হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করছে না বলেও অভিযোগ করেছেন তিনি।