গোটাটিকর থেকে নারী পাচারকারী চক্রের তিন সদস্য আটক, দুই নারী উদ্ধার

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৭

গোটাটিকর থেকে নারী পাচারকারী চক্রের তিন সদস্য আটক, দুই নারী উদ্ধার

সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে নারী পাচারকারী চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান (র‌্যাব-০৯)। এসময় তাদের কাছ থেকে দুজন নারীকেও উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছে- নোয়াখালী জেলার চরজব্বর থানার চরবাটা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে জাকির হোসেন (৩৫), সিলেটের কানাইঘাট থানার দলইমাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে এখলাসুর রহমান (২৭) ও ওসমানীনগর থানার থানাগাঁওয়ের চেরাক আলীর ছেলে সোলেমান আলী (২৯)।

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোটাটিকরের জনৈক আতাউর রহমানের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃতরা দেশের বিভিন্ন জেলায় গিয়ে গ্রাম্য সহজ সরল কিশোরী ও নারীদেকে ভাল চাকুরি ও বিদেশে পাঠানোর নাম করে বিভিন্ন বিভাগীয় শহরে। পরে ভাড়া করা বাসায় আটক রেখে নারীদেরকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করত। এছাড়া তারা নারীদের পতিতালয়ে বিক্রি করে বলে আসামীরা জানায়।

আটক তিনজন ও উদ্ধারকৃত নারীদের এসএমপির মোগলাবাজার থানার হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট