সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কর্মসূচি

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৭

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কর্মসূচি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় দুই সাংবাদিক আহতের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যৌন হয়ারানির প্রতবাদ করায় শনিবার রাতে শাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের নির্দেশে তাদের পিটিয়ে আহত করেছে তার কর্মীরা।

এদিকে হামলার ঘটনায় ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থী, সাংবাদিক সমাজ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। তারা এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ঘৃণ্য এ হামলার প্রতিবাদ জানানো হয়েছে।

ঘটনায় কর্মসূচি হাতে নিয়েছে শাহজালাল বিশ্বদ্যালয় প্রেসক্লাব। প্রেসক্লাব সূত্রে জানা যায়, আজ দুপুর ১২ টায় শাবির লাইব্রেরি ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। যৌন হয়রানি ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ও হামলার ইন্ধনদাতাদের বিচার দাবিতে এ মানববন্ধন করা হবে বলে জানান তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট