ভোটের অধিকার ফেরাতে গণ-আন্দোলনের বিকল্প নেই : ফখরুল

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭

ভোটের অধিকার ফেরাতে গণ-আন্দোলনের বিকল্প নেই : ফখরুল

ভোটের অধিকার ফেরাতে গণ-আন্দোলনে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দেশ নেত্রী খালেদা জিয়ার হাতকে ঐক্যবদ্ধ করার জন্য আন্দোলনের বিকল্প নেই।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

দেশে খুন-গুম-অপহরণ চলছে উল্লেখ করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, এই খুন-গুমে সরকার দলীয় লোকজন জড়িত। দুর্নীতিপরায়ণ, স্বেচ্ছাচারী ও পুলিশ নির্ভর সরকার ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করছে।

আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নেতাকর্মীদের বিনা বিচারে আটক, গ্রেপ্তারের পর বিভিন্ন মামলা, রিমান্ডের নামে নির্যাতন, তল্লাশির নামে বাড়ি-ঘর ভাঙচুর অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, আইনজীবী আব্দুল হালিম, সারোয়ার হোসেন, এন্তাজুল হক প্রমুখ।