২০শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭
নিজাম ইউ জায়গীরদার ।। সিলেট সদর উপজেলার খাদিমপাড়াস্থ নিপবনের সন্নিকটে সিলেট-তামাবিলের মুল সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন ও চারজন আহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে । পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গুরুতর আহত অবস্থায় সিএনজি ড্রাইভার’সহ আরো চারজনকে ওসমানী হাসপাতালে পাঠানোর খবর পাওয়া গেছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানাগেছে ।
মহানগরীর শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি বলেন, পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে এবং সিএনজি ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় ট্রাক’চালককে আটক করেছে শাহপরান থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, শাহপরান থানাধীন নিপবন এলাকায় সিলেট-তামাবিল সড়কে সিলেটগামী একটি মিনি ট্রাকের ( সিলেট ড-১১-২২০৫ ) সঙ্গে বিপরীতগামী একটি সিএনজিচ অটোরিকশার ( সিলেট-থ-১২-৪৩৭৮ ) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতরা অটোরিকশায় ছিলেন।
EDITOR & PABLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
UK Correspondent : Moheuddin Alamgir USA Correspondent : Abul Kashem Murshed
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D