সুষমার সঙ্গে সাক্ষাতে শুরু হলো হাসিনার দিল্লি সফরের আনুষ্ঠানিক কার্যক্রম

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৭

সুষমার সঙ্গে সাক্ষাতে শুরু হলো হাসিনার দিল্লি সফরের আনুষ্ঠানিক কার্যক্রম

নয়াদিল্লি : নয়াদিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এই সাক্ষাতের মধ্যদিয়ে শুরু হলো প্রধানমন্ত্রীর চারদিনের দ্বিপাক্ষিক সফরের আনুষ্ঠানিক কর্মসূচি।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নয়াদিল্লির রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনের দক্ষিণ ড্রইংরুমে সাক্ষাতে বসেন হাসিনা ও সুষমা।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর এ সাক্ষাৎ নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করবেন।