তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লন্ডন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে মহামান্য আদালতের নির্দেশ আমরা হাতে পেয়েছি।

তিনি বলেন, ব্রিটিশ সরকারের আভ্যন্তরীণ গোপনীয়তার জন্য তার অভিবাসন সম্পর্কে আমরা জানি না।

রবিবার ৪৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্যে লন্ডন হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তবে আমরা জানতে পেরেছি সে (তারেক রহমান) রাজনৈতিক আশ্রয়ে এদেশে আছে। তাকে দেশে ফিরিয়ে নেয়ার প্রচেষ্টা করছি।

ব্রিটেনে বসবাসরত যুদ্ধাপরাধীদের বাংলাদেশের আইনে সাজা নিশ্চিত করতে সরকার চেষ্টা করছে জানিয়ে তিনি আরো বলেন, তবে ব্রিটেনের নিজস্ব আইনের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। তবে যুদ্ধাপরাধীরা যে প্রভাব প্রতিপত্তি নিয়ে বিলেতে বসবাস করে আসছিল, সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। সামাজিকভাবে এখন অনেকটাই কোণঠাসা জীবনযাপন করছে তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী, মাহমদুস সামাদ চৌধুরী এমপি, ফজলে হোসেন বাদশা এমপি ও ব্রিটিশ বাংলাদেশি এম পি রুশনারা আলী প্রমুখ।