শিববাড়ি’র জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিপুর বাড়ি সুনামগঞ্জে

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০১৭

শিববাড়ি’র জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিপুর বাড়ি সুনামগঞ্জে

শনিবার সন্ধ্যায় সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গির ছোঁড়া গ্রেনেডে নিহত পুলিশ কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ আবু কায়সার দিপুর বাড়ি সুনামগঞ্জে। তিনি শহরের জামাইপাড়া এলাকার মৃত আছদ্দর আলী চৌধুরীর ছেলে। সাত ভাই এক বোনের মধ্যে দিপু তৃতীয়।

পুলিশ কর্মকর্তা দিপু সিলেটর নগর পুলিশে পরিদর্শক পদে কর্মরত ছিলেন। নিহত দিপুর ছোট ভাই চৌধুরী বাবলু খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দিপুর মৃত্যুর খবরে তাঁর পরিবারে শোকের মাতম চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ছোট ভাই চৌধুরী বাবলু সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।  ছোট ভাই বাবলু ছাড়া পরিবারের বাকিরা সুনামগঞ্জের বাইরে থাকেন। জামাইপাড়ার বাসায় স্বজনরা ছুটে আসছেন। বাসাজুড়ে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

দীর্ঘ বিবাহিত জীবনে পুলিশের পরিদর্শক দিপুর কোনো সন্তান ছিল না। ঘটনার সময় তাঁর স্ত্রী লোপা সিলেটে অবস্থান করছিলেন।

বাড়িতে দেখতে এসে সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল বলেন, শহরের পরিচিত মুখ দিপু ব্যক্তিগত জীবনে খুব বিনয়ী আর ভদ্র ছিল। তাঁর মৃত্যুর খবর শোনার পর বিশ্বাস হচ্ছে না।

প্রতিবেশী মোজাম্মল হক মুনিম বলেন, এমন একজন ভালো মানুষ এভাবে মারা যাবেন সেটা কল্পনাও করা যায় না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট