ক্যালিফর্নিয়ায় ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্য তুমুল সংঘর্ষ

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭

ক্যালিফর্নিয়ায় ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্য তুমুল সংঘর্ষ

ক্যালিফর্নিয়া : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ র‌্যালিকে কেন্দ্র করে ক্যালিফর্নিয়ায় ট্রাম্পের সমর্থকদের সঙ্গে ট্রাম্পবিরোধীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার ক্যালিফর্নিয়ার হান্টিংটন বিচে দুই পক্ষের মধ্য এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট ট্রাম্পেরসমর্থনে একটি র‌্যালিতে একজন বিক্ষোভকারী বাধা প্রদানের চেষ্টা করলে এ সহিংসতার সূত্রপাত হয়।

ট্রাম্প সমর্থকরেরা বিক্ষোভকারীদের ওপর পিপার স্প্রে প্রয়োগ ও বেধড়ক পিটুনি দেন। এ ঘটনায় পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পতাকা হাতে নিয়ে একদল ট্রাম্প সমর্থক কালো মাস্ক পরিহিত একজন বিক্ষোভকারীর ওপর পিপার স্প্রে নিক্ষেপ করে। এক পর্যায়ে তাকে এলোপাতারি ঘুষি ও লাথি মারতে থাকেন।

ট্রাম্প সমর্থকেরা ওই মুখোশধারী ব্যক্তিকে ধাওয়া করলে তিনি একটি বেড়া টপকিয়ে প্যাসিফিক কোস্ট হাইওয়ের দিকে দৌঁড়াতে থাকেন। পরে যেখান থেকে তাকে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল পুলিশ আটক করে।

দুই পক্ষের মধ্য সেখানে আরো কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে।

র্যা লি সমর্থকদের ধাওয়ায় সেখান থেকে বিক্ষোভকারীদের অনেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 ট্রাভিস গুয়েনথার নামে একজন ট্রাম্প সমর্থক জানান, মুখোশধারী লোকটিকে ধাওয়াকারীদের মধ্যে তিনিও ছিলেন। তিনি তার হাতে থাকা পতাকার লাঠি দিয়ে ওই মুখোশধারীকে আঘাত করেন।

তিনি বলেন, ‘আমার স্ত্রীও মুখোশধারী লোকটির ওপর পিপার স্প্রে নিক্ষেপ করেছে। ট্রাম্প আমেরিকাকে আবার মহান করুন।’

তিনি আরো বলেন, ‘পতাকার সঙ্গে থাকা লাঠি দিয়ে আমি ওই ব্যক্তির মাথায় পাঁচবার আঘাত করেছি। আমরা আমেরিকান হিসেবে গর্বিত।’

ক্যালিফোর্নিয়া স্টেট পার্কসের ক্যাপ্টেন কেভিন পেয়ারসাল জানান,   ঘটনাস্থল থেকে মূলত ছয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্য মাত্র চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, তাদের মধ্য তিনজনকে অবৈধভাবে অগ্নিসংযোগ যন্ত্র ‘টাসের’ ব্যবহারের জন্য এবং নির্যাতনকারী সন্দেহে একজন নারীকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সবাই ট্রাম্প-বিরোধী বিক্ষোভকারী।

ট্রাম্পের সমর্থনে শনিবার হলিউডের কয়েকটি স্থানে র‌্যালি অনুষ্ঠিত হয়। তবে, এসব র্যা লিতে কোন বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

সূত্র : ফক্স নিউজ