১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৭
ডাম্বুলা: শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আজ জয়ের টার্গেট নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় শনিবার বিকাল ৩টায় শ্রীলঙ্কার রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
টাইগারদের সম্ভাব্য একাদশে লংকান দলের বিপক্ষে কার্যকরী এবং অভিজ্ঞ টাইগার সদস্যরাই মাঠে নামবেন বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ওয়ানডে দলের পরিবর্তন আসতে পারে আজকের ম্যাচে। লংকানদের বিপক্ষে আজকের দলে আগের একাদশের মধ্যে অন্তত দুটি পরিবর্তন আসতে পারে।
আজকে দলের নির্ভরযোগ্য ক্রিকেটার মুশফিকুর রহিম আবার উইকেটের পেছনে ফিরছেন। এ কারণে বাদ পড়ছেন নুরুল হাসান। অন্যদিকে তানভির হায়দার এবারের ওয়ানডে স্কোয়াডে নেই।এছাড়া মেহেদী হাসান মিরাজকে টেস্ট ম্যাচের পরে ইমার্জিং কাপ দলে রাখার পরেও তাকে আবার শ্রীলংকায় ফিরিয়ে নেয়ার ঘটনায় আশা করা যাচ্ছে তিনি আজকের ম্যাচে লংকানদের বিপক্ষে মাঠে নামবেন।
এছাড়া দু’জন পেসার খেলানোর সিদ্ধান্ত নিলে আজ মাঠে দেখা যেতে পারে স্পিনার সানজামুল ইসলামকেও।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচ জয়ের পর অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছে হাথুরুর শিষ্যরা। আর এই মনোবলকে ওয়ানডের মাঠে কাজে লাগিয়ে ভালো ফল করার প্রত্যয় খেলোয়াড়দের মধ্যে।
অন্যদিকে কলম্বো টেস্টে হারের প্রতিশোধ নিতে আজ সর্বশক্তি নিয়েই মাঠে নামবে লঙ্কানরা। ইতোমধ্যে ইনজুরিতে কুশল মেন্ডিস দুই ম্যাচের জন্য ছিটকে গেলেও শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা।
সব মিলিয়ে ওয়ানডে সিরিজটা যে উত্তেজনা ছড়ানোর দিকেই যাবে আপাতত দু’দলের শরীরী ও মনোভঙ্গিতে তেমনটিই মনে হচ্ছে।
উল্লেখ্য, এ সিরিজ দিয়ে মাশরাফিদের সামনে লঙ্কানদের টপকে র্যাংকিংয়ের ছয়ে ওঠার সুবর্ণ সুযোগ। জিততে হবে তিন ম্যাচেই।
২-১ সিরিজ জিতলেও আসবে ইতিবাচক পরিবর্তন। বাংলাদেশের ২ রেটিং পয়েন্ট বাড়ার বিপরীতে ১ রেটিং পয়েন্ট হারাবে শ্রীলঙ্কা। ব্যবধান কমে দাঁড়াবে চারে। বর্তমানে দু’দলের রেটিং পয়েন্ট যথাক্রমে ৯৮, ৯১।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ অথবা সানজামুল ইসলাম আর অবশ্যই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D