শততম টেস্ট ম্যাচে বাংলাদেশের বিজয়ে সিলেটে আনন্দ র‌্যালি

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৭

শততম টেস্ট ম্যাচে বাংলাদেশের বিজয়ে সিলেটে আনন্দ র‌্যালি

মহান স্বাধীনতার মাসে শ্রীলঙ্কার মাটিতে জয় বাংলা কাপে শততম টেস্ট ম্যাচে বাংলাদেশের গৌরবময় বিজয়ে সিলেটে আনন্দ র‌্যালী করেছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা।
সোমবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালীটি বের হয়ে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে নেতৃত্ব দেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
র‌্যালিতে অংশগ্রহণ করেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশকাত আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, অনুর্ধ্ব-১৯ দলের কোচ আব্দুল করিম জুয়েল, বিসিবির বিভাগীয় ক্রিকেট কোচ এ.কে.এম মাহমুদ ইমন, বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইমরান আহমদ, কোষাধ্যক্ষ শহীদ আহমদ চৌধুরী জুয়েল, ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, সাংবাদিক মইন উদ্দিন মঞ্জু, যুবনেতা আলম খান মুক্তি, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সুমায়েত চৌধুরী জুয়েল, জেলা ক্রিকেট কমিটির সম্পাদক সৈয়দ তকরিমুল হাদী কাবী, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, প্রথম বিভাগ লিগ কমিটির সহ-সম্পাদক এহিয়া আহমদ সুমন, সিলেট বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সভাপতি কামরান আহমদ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীয় দাস, ক্রিকেট কোচ তপন মালাকার, অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়-কর্মকর্তাসহ ক্রিকেট প্রেমী অনেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট