আট বছর পর আজ মাগুরা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৭

আট বছর পর আজ মাগুরা যাচ্ছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ আট বছর পর মঙ্গলবার মাগুরা যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে প্রধানমন্ত্রী ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরস্থাপন করবেন। এ উপলক্ষে নতুন সাজে সেজেছে মাগুরা।

প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ। পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।  শহরের মোড়ে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত ব্যানার ও পোস্টার।

২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা হাসপাতাল, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামসহ প্রায় ৩শ’ ১০ কোটি টাকার ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৯টি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৩টায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমনের উপলক্ষে স্থানীয় নেতাকর্মী, সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু মনে করেন, স্মরণকালের বৃহত্তম জনসভা হবে মাগুরায়। শহর জনসমুদ্রে রূপ নেবে। আমরা জাতির জনকের কন্যাকে প্রাণঢালা শুভেচ্ছা দিয়ে বরণ করছে অপেক্ষা করছি।

সর্বশেষ ২০০৮ সালে প্রধানমন্ত্রী মাগুরা আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাগুরা সফরকে কেন্দ্র করে গোটা শহর বর্ণিল সাজে সাজানো হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট