টাইগারদের শততম টেস্ট : প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৩৮

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৭

টাইগারদের শততম টেস্ট : প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৩৮

কলম্বো: টাইগারদের শততম টেস্টে দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ৩৩৮ রান সংগ্রহ করেছে। চাপের মুখে ধৈর্যশীল ব্যাটিং করে শ্রীলঙ্কাকে একাই টেনে তোলেন এই লড়াকু ব্যাটসম্যান।

দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩০০ বল মোকাবেলা করে ১৩৮ রানের অসাধারণ ইনিংস খেলেন চান্দিমাল। ব্যক্তিগত ১৩৮ রানের মাথায় মিরাজের বলে মোসাদ্দেকের হাতে ধরা পড়েন তিনি। এতে নবম উইকেট হারায় লংকানরা

স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ (২৫)।  দলীয় স্কোর আড়াইশ’র ঘরে যেতেই অষ্টম উইকেট হারায় স্বাগতিকরা।

প্রতিকূল আবহাওয়ায় আলোকস্বল্পতার কারণে কলম্বোর পি সারা ওভালে প্রথম দিনে ৮৩.১ ওভারের খেলা হয়। লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ২৩৮। ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন দিনেশ চান্দিমাল ও অধিনায়ক রঙ্গনা হেরাথ (১৮ অপ.)। একাই দলকে টেনে তোলেন ৮৬ রানে অপরাজিত থাকা চান্দিমাল।

নিজেদের ক্রিকেট ইতিহাসে ঐতিহাসিক টেস্টের প্রথম দিনটি দারুণ কাটে টিম বাংলাদেশের। দলীয় ৭০ রানে চার উইকেট হারিয়ে চাপের মুখেই পড়েছিল স্বাগতিকরা। দিমুথ করুণারাত্নে ৭, কুশল মেন্ডিস ৫, উপুল থারাঙ্গা ১১ ও আসিলা গুনারাত্নে ১৩ রান করে আউট হন।

ধনাঞ্জয়া ডি সিলভার (৩৪) সঙ্গে ৬৬ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেন চান্দিমাল। নিরোশান ডিকওয়েলাকে (৩৪) নিয়ে আরো ৪৪ রান যোগ করেন তিনি। ৯ রানে বিদায় নেন দিলরুয়ান পেরেরা। ১৯৫ রানে সপ্তম উইকেটের পতন ঘটে।

বাংলাদেশের পক্ষে ৯০ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দু’টি করে উইকেট লাভ করেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও শুভাশিষ রায়।

দুই দলে যারা খেলছেন

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশিস রায়, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:

দিমুথ করুনারাত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অসিলা গুনারাত্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমল, লক্ষণ সান্দাকান।