মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৭

মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

মেহেরপুর : মেহেরপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চার জন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার সোনাপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), রমেশ (২৪), সোহাগ (২৭) ও কানন (২৫)। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার নুরপুর মোড়ে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদের দাবি, রাত আড়াইটার দিকে কিছু সন্ত্রাসীকে ধাওয়া করে পুলিশের একটি দল। নুরপুর মোড়ে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ওই চারজন নিহত হন।

তিনি আরো দাবি করে, এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসমান হাবীবসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, সহকারি পুলিশ সুপার আহসান হাবীব, এসআই তারিক আজিজ, এসআই রফিকুল ইসলাম, পুলিশ সদস্য আব্দুল হান্নান, আব্দুল ওহাব, মিথান সরকার ও শহিদুল ইসলাম।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু এহসান রাজু জানান, রাত পনে ৪ টার দিকে গুলিবিদ্ধ ৪ জনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।