ওসমানীনগরে বিএনপির ময়নুল বিজয়ী

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

ওসমানীনগরে বিএনপির ময়নুল বিজয়ী

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি প্রার্থী ময়নুল হক চৌধুরী। নির্বাচনে তার মূল লড়াই হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু। ভোটের লড়াইয়ে এ দুজনের চেয়ে অনেক পিছিয়ে ছিলেন আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান।
নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ময়নুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ১৯৮৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলু ঘোড়া প্রতীকে ১৭৮৬৫ ভোট পেয়েছেন। এছাড়া আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৯৮০৯ এবং জাতীয় পার্টির সাব্বির আহমদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৪২৪ ভোট।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে উপজেলার ৫২ কেন্দ্রে একযোগে শুরু হওয়া ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে বিকেল ৪টায় শেষ হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট