মানি লন্ডারিং আর্থিক খাতের সবচেয়ে বড় অপরাধ : গভর্নর

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৭

মানি লন্ডারিং আর্থিক খাতের সবচেয়ে বড় অপরাধ : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, মানি লন্ডারিংয়ের মাধ্যমে দেশ থেকে অর্থপাচার আর্থিক খাতের সবচেয়ে বড় অপরাধ। মানি লন্ডারিং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করে।
শুক্রবার সিলেট নগরীর হোটেল রোজভিউ হোটেলে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর উদ্যোগে সকল তফসিলি ব্যাংক সমূহের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনদিনব্যাপী এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আবু হেনা মো. রাজী হাসান, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক মো. মোসলেম উদ্দিন, এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশে লিমিটেডের চেয়ারম্যান আনিস এ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হচ্ছে ব্যাংক। দেশের অভ্যন্তরীন ও আন্তর্জাতিক বাণিজ্যের সিংহভাগ সম্পাদিত হয় ব্যাংকের মাধ্যমে। তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় একটি দেশের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ মানদন্ড হিসেবে কাজ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট