মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গিকারে ঝালোপাড়াবাসীর মানববন্ধন

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৭

মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গিকারে ঝালোপাড়াবাসীর মানববন্ধন

সিলেট নগরীর ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির উদ্যোগে মাদক, জুয়া ও নেশামুক্ত সমাজ গড়ার অঙ্গিকারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঝালোপাড়া এলাকার কিছু অষাধু ব্যক্তির হস্তক্ষেপে শিলংয়ের তীর খেলা নামক জুয়া, আরও বিভিন্ন উপায়ে জুয়া খেলা, মাদক সেবন সহ নানা অপকর্ম বন্ধের দাবি জানিয়ে এবং এলাকাকে মাদক, জুয়া ও নেশামুক্ত সমাজ গড়ার অঙ্গিকারে শুক্রবার বাদ জুম্মা নগরীর দক্ষিণ সুরমাস্থ ঝালোপাড়া জামে মসজিদ সম্মুখে এ মানববন্ধন পালিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, এও্যাড হক কমিটির আহবায়ক হাজি আব্দুল মালিক মালাই মিয়া, মঞ্জু মিয়া, কারী মাওঃ রফিকুল ইসলাম মুসতাক, শাহ আলম জুনেদ, আব্দুস সাত্তার মামুন, জলিল মিয়া, জসিম মিয়া, শাহিন মিয়া, দুলাল মিয়া, হাজি এখলাছুর রহমান, আমজাদ পারভেজ, কাউছার রশিদ, শাখাওয়াত হোসেন রাজু, মুহিদুল হক বাবলু, আসাদ আহমদ, মিজানুল হক পিপলু, মো. মামুন হোসেন, রাসেল আহমদ, শেখ সাদী কোমল, মাহমুদুল হাসান জুমন, শামীম আহমদ, জাহির রায়হান খোকন, মিজানুর রহমান পলাশ, রাজু আহমেদ সহ এলাকার সর্বস্থরের জনতা।
মানববন্ধনে দোয়া পরিচালনা করেন, ঝালোপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট