খাদিজা হত্যাচেষ্টা মামলা ।। রাষ্ট্রপক্ষের আবেদনে আদালত পরিবর্তন

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৭

খাদিজা হত্যাচেষ্টা মামলা ।। রাষ্ট্রপক্ষের আবেদনে আদালত পরিবর্তন

সিলেটের খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলার আদালত পরিবর্তন করা হয়েছে।বুধবার এপিপি মাহফুজুর রহমান জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলাটির আদালত পরিবর্তন করে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।আগামী ৫ মার্চ দায়রা জজ আদালতেই মামালার যুক্তিতর্ক হতে পারে বলেও জানিয়েছেন তিনি। এর আগে মামলাটি সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে আদালতে চলছিলো।

বুধবার সেখানে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এরপর থেকে বদরুল কারাগারে রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট