২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান উপলক্ষে জার্মানিতে তিনদিনের সরকারি সফর শেষে রবিবার রাতে দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারি ইতিহাদ এয়ারওয়েজ-এর ফ্লাইট (ইওয়াই-২৫৮) রবিবার রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে সাড়ে ৬ ঘন্টা যাত্রাবিরতি করেন।
বাংলাদেশের প্রথম কোন সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান করেন।
সফরকালে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ‘সাইডলাইনে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ক্লাইমেট সিকিউরিটি : গুড কপ, ব্যাড কপস’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসি বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় যোগদান করেন।
জার্মানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীদের মধ্যে ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, স্বরাষ্ট্র সচিব ড. কামালউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে ‘বেস্ট থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’ হিসেবে বিবেচিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ প্রায় ৪৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি নরওয়ের প্রধানমন্ত্রী, পোল্যান্ড ও আফগানিস্তানের প্রেসিডেন্টদ্বয়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রী এবং রাশিয়া, চীন, যুক্তরাজ্য, সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীগণ এ সম্মেলনে যোগদান করেন।
উল্লেখ্য, ১৯৫৩ সালে মিউনিখ নিরাপত্তা সম্মেলন শুরু হয়। নিরাপত্তা বিষয়ক আলোচনার জন্য পাঁচ দশকেরও বেশি সময় ধরে এটি অন্যতম বৈশ্বিক মঞ্চ।
বাসস অবলম্বনে
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D