শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে অংশ নেবে না বিএনপি : গয়েশ্বর

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৭

শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে অংশ নেবে না বিএনপি : গয়েশ্বর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, শেখ হাসিনার অধীনেই যদি বিএনপি নির্বাচনে যেত, তাহলে পাঁচ বছর পরে কেন যাবে?

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে যাবে না। আর খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনও হবে না।

শনিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন গয়েশ্বর।

জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা জানান গয়েশ্বর।

বিএনপি প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনকালীন সরকারের রূপরেখা প্রস্তাব করবে-গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘শেখ হাসিনার অধীনে যদি নির্বাচনেই যাব, তাহলে ২০১৪ সালেই নির্বাচনে যেতে পারতাম। তাহলে পাঁচ বছর পরে যাব কেন?’

গয়েশ্বর বলেন, নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে দলের নীতিনির্ধারণী পরিষদ এখনো বৈঠক করেনি। দলের মধ্যে নানা মতের মানুষ আছেন। পত্রিকার খবর নিয়ে তিনি মন্তব্য করতে চান না। বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত নেবে। এখনো নির্বাচনকালীন সরকারের রূপরেখা চূড়ান্ত করা হয়নি।

‘খালেদা জিয়ার জন্য নির্বাচন থেমে থাকবে না’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে যাননি। আগামী নির্বাচনও ৫ জানুয়ারির মতো হলে সে নির্বাচনেও ভোটাররা যাবেন না। এ ধরনের নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় যদি টিকে থাকতে চাইলে থাকুক। তবে খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন এ দেশে হবে না।

আরেক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে সরকার। এটা উদ্দেশ্যবিহীন মামলা নয়। খালেদা জিয়া, তারেক রহমান ও দলের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে রাজনীতি থেকে দূরে রাখার জন্য। বিএনপি এসব মামলা আদালতের পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবিলা করবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান প্রমুখ।