‘মেজর জিয়া স্বাধীনতার ঘোষণাপত্রের পাঠক’

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৭

‘মেজর জিয়া স্বাধীনতার ঘোষণাপত্রের পাঠক’

মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণাপত্রের পাঠক বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও হোটেল শেরাটনের সাবেক মহা পরিচালক মীর মোস্তাক আহমেদ রবি।

তিনি বলেন, ‘মেজর জিয়াকে যারা স্বাধীনতার ঘোষক বলে দাবি করে তাদের বোঝা উচিত- তিনি হলেন স্বাধীনতার ঘোষণাপত্রের পাঠক। কেননা, প্রধান নিরাপত্তা কর্তৃপক্ষের ঘোষণাপত্র তিনি পাঠ করেছেন মাত্র।’

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ রবি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও ভাষা আন্দোলনসহ অতীতের সকল জনমুক্তির সংগ্রামের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। তা না হলে তাদের ভুল পথে পরিচালিত করবে স্বাধীনতার বিরুদ্ধ শক্তি। এছাড়া, দেশের উন্নয়ন তরান্বিত করতে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক হতে হবে।’

বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাতেই বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কার্যক্রম আরো সুসমন্বিত করার ঘোষণা দেন তিনি।

শিশু-কিশোরদের বাংলাদেশ সৃষ্টি হওয়ার সঠিক ইতিহাস জানার জন্য বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কার্যক্রম প্রসারিত করার উপর গুরুত্বারোপ করে উদ্বোধকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘শিশুরা আমাদের দেশের সত্য ইতিহাস জানলেই তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। তাছাড়া, প্রজন্মকে সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত হয়ে দেশ থেকে সাম্প্রদায়িকতা ও অশিক্ষার কালো ছায়া দূর করতে হবে।’

কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বর্তমান সভাপতি শিরিন আক্তার মঞ্জুর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. সাদেক খান ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট