১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ছনি চৌধুরী, নবীগঞ্জ : নবীগঞ্জে তিন বৃটিশ এমপির পল্লী গ্রাম সফর নিয়ে উৎসব মুখর হয়ে উঠে উমরপুর গ্রাম। উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিভৃত পল্লী উমর পুর। গ্রামের মধ্যে বাস করেন প্রায় সহস্রাধিক মানুষ। এর মধ্যে লন্ডন প্রবাসী কয়েক পরিবার। গ্রামের মেম্বার সাইদুর রহমানের বড় ভাই সৈয়দুর রহমান ছায়েদ লন্ডনের লেষ্টার সিটিতে রেষ্টুরেন্ট ব্যবসা করেন। সেই সুত্রে লেবার পাটির তিন এমপির সাথে গড়ে উঠে ঘনিষ্টতা। তারা বায়না ধরেন বাংলাদেশ সফরে তার গ্রামটি ঘুরে দেখবেন। সেই মোতাবেক কাজ মঙ্গল বিকাল ৩টায় উমরপুর গ্রাম ঘুরতে আসেন। কথা বলেন গ্রামের আবাল বৃদ্ধ শিশু কিশোর সব মানুষের সাথে। এসময় উপস্থিত ছিলেন জন প্রতিনিধি, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। দুভাষির ভূমিকা পালন করেন লন্ডন প্রবাসী সৈয়দুর রহমান ছায়েদ ও সফরকারীদের সম্বনয়কারী আব্দুল হাই।
জানা যায়, লেবারপার্টির ফ্রেন্ডস অফ বাংলাদেশ ভিজিট প্রোগ্রামের সফরে গত ১২ ফেব্রয়ারী ঢাকায় আসেন বিট্রিশ পালামেন্টের তিন এমপি। তারা হলেন, জনাথন এসোওয়ার্থ এমপি, গণপূর্ত ও গৃহায়ণ বিভাগের ছায়া মন্ত্রী রুপা হোক এমপি, আর্টি হন ডেম রোজি এমপি। এছাড়াও তাদের সফর সঙ্গী হিসাবে বাংলাদেশে আসেন লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ প্রধান পরিচালক হাওয়ার্ড ডেবার, এল এফ বির সাধারন সম্পাদক সৈয়দ আবুল বাশার, লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ সদস্য ও সমন্বয়কারী আব্দুল হাই প্রমূখ। তারা বাংলাদেশ সফরে প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ ভবন ও বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করে আগামী ১৮ই ফেব্রয়ারী লন্ডন ফিরে যাবেন। এ সময় তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের সাথে আলাপ করবেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র সমূহ ঘুরে দেখবেন।
মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রাম ঘুরে পল্লী এলাকার জন সাধারনের জীবন যাত্রা নিয়ে কথা বলেন। এ সময় গ্রামের হতদরিদ্র পরিবারের লোকজনের কাছে গিয়ে তারা কথা বলে তাদের সুখ-দুঃখের কথা শুনেন। এ সময় সফরকারীদের টিম লিডার জনাথন এসোওয়ার্থ এমপি সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, বাংলাদেশের গ্রামের পরিবেশ ও মানুষের অতিথি পরায়নতা আমাকে ও আমার সফর সঙ্গীদের মুগ্ধ করেছে। আমরা হতবাক হয়েছি এই পল্লীগ্রামে এতো সুন্দর মনের মানুষ বসবাস করে। আমরা দেশে গিয়েও তাদের কথা ভূলতে পারব না। সত্যিই আমরা বন্ধু সৈয়দ রহমানের কাছে কৃতজ্ঞ। সে তার গ্রামের পরিবেশ পরিস্থিতি দেখতে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। এখানে চমৎকার একটি পরিবার বাস করে। সাইদের আপ্যায়ন ও এলাকার গণমান্য ব্যক্তিদের উপস্থিতি আমাদের কৃতার্থ করেছে।
এ সফর উপলক্ষ্যে লন্ডন প্রবাসী সৈয়দুর রহমানের বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকের্ট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় সদস্য আব্দুল মুকিত চৌধুরী, দৈনিক বিবিয়ানার নির্বাহী সম্পাদক এম এ আহমদ আজাদ, ইউপি চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন, সাবেক চেয়ারম্যান আ ক ম খফরুল ইসলাম, নবীগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক উজ্জল সরদার, ছাত্রলীগ সভাপতি আবু সালেহ জীবন,সাংবাদিক মিজানুর রহমান সোহেল প্রমূখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D