দুদকের অভিযানে হামলাকারী সিলেট ডিসি কার্যালয়ের সেই কর্মচারী বরখাস্ত

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৭

দুদকের অভিযানে হামলাকারী সিলেট ডিসি কার্যালয়ের সেই কর্মচারী বরখাস্ত

অবশেষে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের সময় হামলাকারী সেই কর্মচারী আজিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। পাশাপাশি সিলেটের একজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুদকের সিলেট অফিসের উপ-পরিচালক রেবা হালদারের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ঘুষের টাকাসহ জেলা প্রশাসনের ব্যবসা বাণিজ্য শাখার কর্মচারী আজিজুর রহমানকে আটক করে তারা।

এ ঘটনায় জেলা প্রশাসনের কর্মচারিরা দুদক টিমকে ভেতরে রেখে কার্যালয় বাহির থেকে তালা দিয়ে বিক্ষোভ করে। তখন দুদকের দুই কর্মকর্তা আহত হন। পরে পুলিশ দুদকের সিলেট অফিসের উপ-পরিচালক রেবা হালদারসহ অন্যদের মুক্ত করে নিয়ে যায়। ওইদিন রাতেই দুদক কোতোয়ালি থানায় জিডি করে দুদকের ওই কর্মকর্তারা।

ওই ঘটনায় তদন্তে ১১ ফেব্রুয়ারি শনিবার সিলেট আসেন দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত ও অনুসন্ধান) আসাদুজ্জামান। তিনি দুদক ও সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং ৯ ফেব্রুয়ারির ঘটনা সম্পর্কে দুই পক্ষের বক্তব্য শুনেন। দু’দিন সিলেটে অবস্থানের পর তিনি ঢাকায় ফিরে যান। এরপরেই ওই কর্মচারীকে বরখাস্ত করলো জেলা প্রশাসন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট