কমলগঞ্জ প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭

কমলগঞ্জ প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

অবশেষে স্থায়ী ঠিকানা খোঁজে পেলেন কমলগঞ্জের সাংবাদিকরা। শুক্রবার বিকাল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাবের ভবন নির্মানের আনুষ্ঠানিক ফলক উম্মোচন করেন কমলগঞ্জ-শ্রীমঙ্গলের নির্বাচিত সাংসদ, সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সম্পাদক শাহীন আহমেদের সঞ্চালনায় উপজেলা সদরের ভানুগাছ বাজারে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, জেলা পরিষদ সদস্যা রেজুয়ানা তরফদার সুমি, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্পাদক মোঃ ইদ্রিছ আলী, মৌলভীবাজার জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আনহার আহমদ সমসাদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূইয়া, লেখক ও লোক গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের ভূমিদাতা পরিবারের সদস্য সাংবাদিক বিশ্বজিৎ রায়, প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আদমপুর ইউপি চেয়ারমান আবদাল হোসেন, পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু প্রমুখ।
প্রধান অতিথি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি অনুষ্টানের আগে কমলগঞ্জ প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উম্মোচন করেন। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল বাছিত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট