কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৭

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ী সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে টুলু মিয়া (৬০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন সিফাত আলী (৩৫) নামে আরো এক বাংলাদেশি।

জানা যায়, শুক্রবার ভোরে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী সীমান্তে টুলু মিয়া ও সিফাত আলীসহ কয়েকজন গরু আনতে সীমান্তে যায়। এসময় বিএসএফের ৫৭ ব্যাটেলিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে টুলু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন এবং সিফাত আহত হন।

জামালপুরস্থ ৩৫ বিজিবির পরিচালক লে.কর্নেল মো: আতিকুর রহমান সাংবাদিকদের জানান, আহত ব্যক্তি বর্তমানে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

বিজিবির দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাসান এ হত্যাকান্ডের কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠিয়েছেন।