রাজধানীতে ছাত্রলীগের দুই নেতা কারাগারে

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭

রাজধানীতে ছাত্রলীগের দুই নেতা কারাগারে

রাজধানীর গুলিস্তানের ফুটপাতে হকারদের উচ্ছেদকালে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনার মামলায় ছাত্রলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে দুইজন জামিন চাইলে ঢাকার মহানগর হাকিম জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত আসামিরা হলেন: ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান।

উল্লেখ্য, গত বছরের ১৭ নভেম্বর ছাত্রলীগের এ দুই নেতা অত্যন্ত গোপনীয়ভাবে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। গত বছরের ৪ ডিসেম্বর জামিন বাতিল করে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট