ইক্বরা বাংলাদেশ আল-মাদানিয়ার বার্ষিক পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৭

ইক্বরা বাংলাদেশ আল-মাদানিয়ার বার্ষিক পুরস্কার বিতরণ

চরিত্রবান ও আদর্শ নাগরিক গড়তে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার বিকল্প নেই
———————আল্লামা সাইয়্যিদ আফফান মনসুরপুরী (ভারত)

উপমহাদেশের প্রখ্যাত মুফতি ও মুহাদ্দিস আল্লামা সাইয়্যিদ আফফান মনসুরপুরী (ভারত) বলেছেন, কোমলমতি শিশুদের চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলতে আধূনিক শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার বিকল্প নেই। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ইসলামকে সমুন্নত রাখতে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বিত ব্যবস্থা কার্যকরী ভূমিকা রাখবে। তিনি বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে কোমলমতি শিশুদের নৈতিক শিক্ষার ভিত্তি গড়ে তুলে ইক্বরা বাংলাদেশ আল মাদানিয়া। মেধা, নৈতিক ও চারিত্রিক গুণাবলী সম্পন্ন আলোকিত মানুষ গড়তে ইসলামিক ও জাগতিক শিক্ষার আলোকে কাজ করে যাচ্ছে ইক্বরা বাংলাদেশ আল-মাদানিয়া স্কুল ও মাদরাসা, যা আলোকিত সমাজ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখবে।

তিনি ইক্বরা বাংলাদেশ আল মাদানিয়ার ২০১৫ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। গতকাল শনিবার সকালে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলালানা মুফতি রশীদ আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা আলী খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট শামসুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী মুশাহিদ আহমদ, মাওলানা আনোয়ার হোসাইন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, হাফিজ মাওলানা আব্দুল হান্নান, মাওলানা লুৎফুর রহমান লস্কর, মুক্তার আহমদ, মাওলানা ওমর ফারুক, হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মমশাদ, এস এম দিলওয়ার হাসান রাসেল, এমদাদুল কবির ওমর, মামুন আহমদ, আমজাদ হোসাইন, মনজুর হোসাইন আরিফ ও সিদ্দীকুর রহমান । অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, রাগিব গুলজার, সাইদ আহমদ, মাওলানা ইলিয়াস আহমদ, মোখলেছুর রহমান, শফিকুল হাসান, মাওলানা আলা উদ্দীন, সৈয়দ তসলিম আহমদ, লায়েক আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট