চলছে আধাবেলা হরতাল, শুরুতেই পুলিশ-পিকেটার সংঘর্ষ

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭

চলছে আধাবেলা হরতাল, শুরুতেই পুলিশ-পিকেটার সংঘর্ষ

Manual3 Ad Code

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবিতে ডাকা অর্ধদিবস হরতাল চলছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগে হরতালের সমর্থনে মিছিল বের করে বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা।

এক পর্যায়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার চেষ্টা করলে এতে বাঁধা দেয় পুলিশ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। তাদের নিভৃত করতে টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সকাল ৭ টা থেকে ৮ টা পর্যন্ত তিন দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটেছে। হরতালের সমর্থনকারীরা শাহবাগ চত্তরে অবস্থানের চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়।

পরবর্তি সময় সকাল ৭ টার পরপরই পিকেটারদের সাথে পুলিশের প্রথম সংঘর্ষ হয়। এসময় পিকেটাররা ইট-পাটকেল নিক্ষপ করে। অন্যদিক থেকে পিকেটারদের লক্ষ্য করে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। এরপরেই পিকেটাররা ছত্রভঙ্গ হয়ে যায়।

Manual2 Ad Code

বর্তমানে হরতাল সমর্থনকারীরা টিএসসির কাছে অবস্থান নিয়েছে। অন্যদিকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছ।

Manual3 Ad Code

শাহবাগ ছাড়াও বৃহস্পতিবার সকালে হরতালের সমর্থনে মিছিল হয়েছে রাজধানীর পল্টন ও আশপাশের এলাকাতেও।

Manual3 Ad Code

উল্লেখ্য, বুধবার তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ এক বিবৃতিতে এ হরতাল ও বিক্ষোভের ঘোষণা দেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code