২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৭
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইবান বিরানাতা-আতমাদজা মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে এক বিদায়ী সাক্ষাৎ করেন। বাংলাদেশে সফলভাবে তার মেয়াদ শেষ করায় রাষ্ট্রপতি বিরানাতা-আতমাদজাকে ধন্যবাদ জানান।
বৈঠককালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার এবং আশা করেন ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা ভবিষ্যতে আরো জোরদার হবে।
তিনি বলেন, জাতিসংঘ ও ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একই অবস্থান প্রদর্শন করে।
বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে তার মেয়াদকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে চমৎকার উল্লেখ করে ইন্দোনেশীয় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বাড়ছে।
তিনি বলেন, দু’দেশে অনেক সম্ভাবনাময় খাত রয়েছে এবং যৌথ উদ্যোগে এসব খাত ব্যবহার করে উভয় দেশ লাভবান হতে পারে।
সূত্র : বাসস
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D