সিলেটে গ্যাস সংযোগ বন্ধ ।। উৎপাদনে যেতে পারছেনা শিল্প কারখানা

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭

সিলেটে গ্যাস সংযোগ বন্ধ ।। উৎপাদনে যেতে পারছেনা শিল্প কারখানা

আ,ম,ন জামান চৌধুরী ।। ২০১৫ সালের নভেম্বর মাস থেকে সিলেটে  গ্যাস সংযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নতুন প্রতিষ্ঠিত শিল্প কারখানার মালিক,গ্যাসের অভাবে উৎপাদনে যেতে পারছেনা এ সব প্রতিষ্ঠান ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিক পক্ষ বেকারত্ব বাড়ছে। প্রবাসী অধ্যুষিত সিলেটে প্রবাসীরা বাড়ী তৈরী করে পড়েছেন সংকটে গ্যাস সংযোগ না পাওয়ায় বিশাল বিশাল ফ্ল্যাট খালি পড়ে আছে নিজেরা যেমন উঠতে পারছেন না ফ্ল্যাটে, না পারছেন ভাড়াটে উঠাতে।গ্যাস অফিস সুত্র জানায় গত এক বছরে হাজার হাজার আবেদন জমা পড়েছে ,নতুন বাসা বাড়ী নির্মাণ বন্ধ থাকায় দেখা দিয়েছে আবাসন সংকট ।এই সুযোগে বাড়ীর মালিকরা গত এক বছরে বাসার ভাড়া বাড়িয়েছেন দ্বিগুন এতে করে সমস্যায় পড়েছেন স্বল্প আয়ের চাকুরিজীবী ক্ষুদে ব্যাবসায়ীরা। মালিকরা গ্যাসের দাম বৃদ্ধির অযুহাতে ভাড়াটেদের উপর চাপিয়ে দিচ্ছেন গ্যাস বিল স্বল্প আয়ের ভাড়াটেদের মাস শেষে ভাড়া গুনতে হিমসিম  খাচ্ছেন।বিভিন্ন তদবির আর আশ্বাসের বানী ছাড়া নতূন সংযোগ চালুর সম্ভবতা দেখছেন না ।কবে নাগাদ নতূন সংযোগ চালু হতে পারে সুনির্দিষ্ট। করে বলতে পারছেনা গ্যাস অফিস । এক অনিশ্চয়তায় সিলেটে পড়ে গেছে জায়গা/জমির দাম ।নতুন রাইজার উত্তোল না হওয়ায় গ্যাস সংশ্লিষ্ট  ঠিকাদার লেবাররা বেকার হয়ে পড়েছেন ।কতৃপক্ষ জানিয়ে ছিল জানুয়ারি থেকে শিল্প প্রতিষ্ঠান গুলোতে সংযোগ দেয়া হবে।এখন পর্যন্ত কোন শিল্প প্রতিষ্ঠান গ্যাস সংযোগ পায়নি ।হাজার হাজার বাসা বাড়ী গ্যাস সংযোগের অভাবে কাজ কর্ম স্থবির হয়ে আছে ।অবিলম্বে গ্যাস সংযোগ চালুর দাবীতে যে কোন সময় মাঠে নামতে পারেন নগরী ও আশপাশ এলাকার বাসিন্দারা ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট