মৃত্যুর ৭ মাস পর পলাতক দেখিয়ে চার্জশিট ।। ট্রাইব্যুনালের অসন্তোষ

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

মৃত্যুর ৭ মাস পর পলাতক দেখিয়ে চার্জশিট ।। ট্রাইব্যুনালের অসন্তোষ

মৃত ব্যক্তিকে পলাতক দেখিয়ে চার্জশিট দেয়ার ঘটনায় দায়ী কে তা খতিয়ে দেখতে প্রসিকিউশনকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বিচারপতি শাহীনুর ইসলামের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। ‘মৃত্যুর ৭ মাস পরও ট্রাইব্যুনালে অভিযোগ গঠন’ শিরোনামে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে খবর প্রচারের পর তা আমলে নিয়ে ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছেন।

আদালত থেকে বেরিয়ে প্রসিকিউটর হায়দার আলী জানান, ‘ট্রাইব্যুনাল বলেছেন, মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা চলতে পারে না। এটা আইন বিরোধী কাজ। আদালত এসব কথার মাধ্যমে অসন্তোষ প্রকাশ করে আমাদেরে এ বিষয়টি খতিয়ে দেখতে মৌখিকভাব নির্দেশ দিয়েছেন।’ মৃত ওয়াজ উদ্দিনকে পলাতক দেখিয়ে বিচার চলার বিষটি আজ ট্রাইব্যুনালের নজরে আসলে আদালত মৌখিক নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ওয়াজ উদ্দিনকে পলাতক দেখিয়ে তারপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া মৃত্যু সনদে দেখা যায় প্রায় ৮ মাস আগে ২০১৬ সালের ৭ মে ওয়াজউদ্দিন মারা গেছেন।