১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৭
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে যোগ দিতে বঙ্গভবনে পৌঁছেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
২০ সদস্যের এ প্রতিনিধি দল নিয়ে বুধবার বিকেল ৪টায় বঙ্গভবনে পৌঁছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, সোমবার আওয়ামী লীগের প্রতিনিধি দলের তালিকা বঙ্গভবনে পাঠানো হয়েছে বলে রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
গত ৪ জানুয়ারি নির্বাচন কমিশন সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়নে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। পরে কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে বৈঠক করেন।
রবিবার তারা সুপারিশ চূড়ান্ত করেন। এতে ইসি গঠনে প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর আস্থা রাখার বিষয়ে কমিটির সদস্যরা বিতর্ক ছাড়াই ঐকমত্যে পৌঁছেন। ওই কমিটির বেশ কয়েক সদস্যের সঙ্গে কথা বললে তারা এসব তথ্য জানান।
নতুন ইসি গঠন নিয়ে প্রেসিডেন্ট নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছেন।
এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবেন তিনি। ইতোমধ্যে বিএনপি, জাতীয় পার্টি (এরশাদ), ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, জাসদসহ (ইনু) ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে।
এসব দলের পক্ষ থেকে পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে বেশ কিছু প্রস্তাব দেয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন গঠনে একটি আইন করার প্রস্তাবও রয়েছে।
তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের আইন বা নতুন কোনো প্রস্তাব দেয়ার সম্ভাবনা নেই বলে দলের নীতিনির্ধারক নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়।
দলের শীর্ষ নেতারা জানান, ইসি গঠনে সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী পদক্ষেপ নিতে প্রেসিডেন্টকে অনুরোধ করা হবে।
তবে এবার না হলেও পরবর্তীতে ইসি গঠনের জন্য সংবিধানে বর্ণিত আইনটি করার জন্য মতামত তুলে ধরবে দলটি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D