কারাগারে আটক ছাত্রদল নেতা ওলী’র পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৭

ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাগারে আটক সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওলীউর রহমানের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতৃবৃন্দ। শুক্রবার রাতে দক্ষিণ সুরমার তেতলী গ্রামে ছাত্রনেতা ওলী’র বাড়ীতে যান তারা। এসময় ওলীর বাবা হাজী মখলিছুর রহমান সহ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপি নেতা মকবুল হোসেন মামুন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম রুমেল, যুবদল নেতা মকসুদুল করিম নোহেল, রমজান আলী, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সোহেল ইবনে রাজা, আতাউর রহমান, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা খালেদুল ইসলাম সনি প্রমুখ।

ছাত্রদল নেতা ওলী’কে গ্রেফতারে
সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা


সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওলীউর রহমান ওলীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে ছাত্রনেতা ওলী সহ মিথ্যা মামলায় কারাগারে আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- আদর্শিক মোকাবেলায় ব্যার্থ হয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন করা হচ্ছে। কোন ষড়যন্ত্রই সফল হবেনা । হামলা-মামলা গ্রেফতার নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে ছাত্রনেতা ওলী সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট