সিলেটে ১৭৫০ কেজি বৈদ্যুতিক তার সহ আটক ১

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭

সিলেটে একটি কাভার্ড ভ্যান থেকে ১৭৫০ কেজি বৈদ্যুতিক তার সহ চোরাই চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব।
রোববার (১ জানুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরীর চন্ডিপুল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটককৃত মো. মিজান (২৮) মুন্সিগঞ্জ জেলার লেইজং থানার কুড়িগাও ব্যাপারী বাড়ির নুরুল ইসলামের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর নবাব রোড এলাকায় বসবাস করে।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে মিজান জানায়, সে ও তাঁর সহযোগিরা মিলে বৃহত্তর সিলেট সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিদ্যুতের খুঁটি থেকে বৈদ্যুতিক তার সংগ্রহ করতো। পরবর্তীতে সংগ্রহকৃত তার কাঁচামাল হিসাবে বিভিন্ন কারখানায় প্রেরণ করে।
এ রকমই একটি বড় চালান নিয়ে ঢাকা যাওয়ার পথে র‌্যাবের হাতে বৈদ্যুতিক তার সহ আটক হয় মিজান। জব্দকৃত তারের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা।
উদ্ধারকৃত বৈদ্যুতিক তার ও গ্রেপ্তারকৃত আসামীকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট