কৃষকদলের তিন যুগপূর্তি ৩০শে ডিসেম্বর

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

নিজাম ইউ জায়গীরদার ।। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে শুক্রবার, ৩০শে ডিসেম্বর। বিএনপি’র স্থপতি, মহান স্বাধীনতার অমর ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম ১৯৮০ সালের ৩০শে ডিসেম্বর কৃষকদল প্রতিষ্ঠা করেন। এই সংগঠনটি ইতোমধ্যে তিন যুগ অতিক্রম করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে কৃষকদলের পক্ষ থেকে শনিবার, ৩১শে ডিসেম্বর সকাল ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া পাঠ করা হবে। এতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন।

সংগঠনটির সকল পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু।