১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সন্ত্রাস-মাদকমুক্ত নগর প্রতিষ্ঠাসহ ২৫ দফা প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসন। সোমবার শহরের শায়েস্তা খান রোডে প্রধান নির্বাচনী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। বিএনপি প্রার্থীর প্রথম প্রতিশ্রুতি হল- সিটি করপোরেশন পরিচালনার জন্য দলমত নির্বিশেষে সকল ধর্ম, বর্ণ ও পেশার প্রতিনিধিদের নিয়ে উপদেষ্টা কাউন্সিল গঠন।
বিজয়ী হলে এই উপদেষ্টা পরিষদের কাছ থেকে ২৫ দফার বাইরে আরো যেসব পরামর্শ আসবে সে অনুসারে ‘আধুনিক ও বাসযোগ্য’ নগরী গড়ার কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সাখাওয়াত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হোল্ডিং ট্যাক্স কমানো এবং সন্ত্রাস, মাদক ও ময়লা-আবর্জনামুক্ত নগর ঘোষণা হবে আমার অগ্রাধিকার’।
বিএনপির প্রার্থীর প্রতিশ্রুতির মধ্যে উল্লেযোগ্য গুলো হলো:
১. শীতলক্ষ্যা নদীকে দূষণমুক্ত করার পাশাপাশি ৩৫টি খাল খনন ও দখলমুক্ত করা
২. নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত করা
৩. শীতলক্ষ্যা সেতু বাস্তবায়ন
৪. ২ নম্বর রেইলগেট ও চাষাড়া এলাকায় ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণ
৫. টিউবওয়েল ও ডিপ টিউবওয়েলের ওপর থেকে কর প্রত্যাহার
৬. খেলাধুলার বিকাশের জন্য শীতলক্ষ্যার দুই তীরে দুটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ
৭. আইনশৃঙ্খলার উন্নতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
৮. পঞ্চায়েত ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে প্রতিটি মহল্লায় কমিটি গঠন
৯. বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা
১০. হাজীগঞ্জ ও সোনাকান্দা কিল্লাকে নগরবাসীর জন্য আধুনিক বিনোদন কেন্দ্রে পরিণত করা
১১. সিটি করপোরেশনের উদ্যোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কম ভাড়ায় আধুনিক বাস সার্ভিস চালু
১২. মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে নগর কর্তৃপক্ষের সব কর থেকে অব্যাহতি দেওয়া
১৩. নারায়ণগঞ্জ ও বন্দরে মেডিকেল কলেজ ও হাসপাতাল, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা হাফিজউদ্দীন আহমেদ, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, শামা ওবায়েদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
EDITOR & PABLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
UK Correspondent : Moheuddin Alamgir USA Correspondent : Abul Kashem Murshed
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D