তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে মন্ত্রীর ব্রিফিং বিকেলে

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট বিজি-১০১১ যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের ঘটনায় মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় প্রতিবেদনটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের হাতে তুলে দেয়া হয়েছে। এ বিষয়ে বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে।

এই ঘটনায় ২৮ নভেম্বর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ বিমান। এ কমিটিতে আরো ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) চৌধুরী এম জিয়াউল কবির, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (ইঞ্জিনিয়ারিং ও মেটারিয়াল ম্যানেজমেন্ট)।