মুসলিম গণহত্যার প্রতিবাদে মেজরটিলায় মানববন্ধন

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬

মায়ানমারে রাখাইন অঙ্গরাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর ইতিহাসের বর্বরোচিত নির্যাতন, গণহত্যা, নারী ধর্ষণ, ঘরবাড়ীতে অগ্নি সংযোগ ও লুটতরাজের প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৩টায় শহরতলীর মেজরটিলার ইসলামপুর বাজারে ছাত্র জমিয়ত জামিয়া দারুল কুরআন সিলেট শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র জমিয়ত জামিয়া শাখার সভাপতি মুফতী আব্দুল মুমিনের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা আলী নূরের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, জামিয়া দারুল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, জামিয়ার শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, মাওলানা শায়খ মুহিবুর রহমান, মাওলানা হাবীবে রব্বানী চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতী মুজাহিদুল ইসলাম কাসেমী, মাওলানা এহতেশামুল হক কাসেমী, মাওলানা মতিউর রহমান, মুফতী নুরুল আমীন, মুফতী মতিউর রহমান, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, মাওলানা মাহবুবুল হক সালমান, মাওলানা আসাদ উদ্দিন, মাওলানা জুনায়েদ আল হাদী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়ত জামিয়া শাখার সাধারণ সম্পাদক আল আমীন সাদিক, সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ, প্রচার সম্পাদক দেলওযার হুসাইন ইমরান, অর্থ সম্পাদক আবুল হাসান কানাইঘাটী প্রমুখ।

মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন- মায়ানমারের রোহিঙ্গায় মুসলিম গণহত্যা ইতিহাসের সকল বর্ববতাকে হার মানিয়েছে। নিষ্পাপ শিশু হত্যা, মহিলাদের গণধর্ষণ, বাড়িঘরে অগ্নি সংযোগ করা হচ্ছে। অথচ বিশ্ব বিবেক, জাতিসংঘ, ও.আই.সি সহ মানবাধিকার সংস্থাগুলো নিরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি সরকারকে সীমান্ত খেলা দেয়ার আহবান জানিয়ে বলেন, অসহায় রোহিঙ্গা মুসলমানের থাকা ও খাওয়ার ব্যবস্থা এদেশের জনগণ করবে। তিনি অবিলম্বে জাতিসংঘকে এই গণহত্যা বন্ধ করার আহবান জানান।


mr-rifa