দিনাজপুরে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৬

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের ঘোড়াঘাট থানার রুঘুনাথপুর মৌজার পুলিশ বক্সের পূর্ব পার্শ্বে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ গতকাল সোমবার ভোরে পুলিশ উদ্ধার করে। ৩ জনই ক্ষমতাসীন দলের যুবলীগের সদস্য বলে জানা গেছে। লাশের পাশে পড়ে থাকা একটি মোবাইল ফোনের সূত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর নাটোর জেলার তালোড়া গ্রামের মানিক মিয়ার পুত্র সোহেল রানা (৩০), একই জেলার কানাইখালি গ্রামের লুৎফর রহমানের পুত্র আব্দল্লাহ (৩১) ও একই গ্রামের আকরাম আলীর পুত্র সাব্বির (৩৩) নিখোঁজ হয়। এ ব্যাপারে ৪ ডিসেম্বর নাটোর সদর থানায় জিডিও হয়েছে। ৫ ডিসেম্বর ভোরে উল্লিখিত স্থানে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশ ৩টি  উদ্ধার করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য লাশের নিকট কয়েকটি বিদেশী মদের বোতল ও একটি মোবাইল ফোন পুলিশ উদ্ধার করেছে। একটি সূত্র থেকে জানা যায়, তিন যুবকই আওয়ামী যুবলীগের নেতাকর্মী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় কয়েকটি করে সন্ত্রাসী মামলা রয়েছে। তাদের প্রত্যেকের মাথায় গুলি করেছে দেখা গেছে। : এ ব্যাপারে দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, শনিবার নাটোরের তাকোয়া বাজার থেকে একটি কালো মাইক্রোবাসে করে ওই তিন যুবককে অপহরণ করা হয়েছে। তিন যুবকের লাশ গতকাল সোমবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করা হয়েছে। তিন যুবকেরই মাথায় গুলি করা হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, নিহত তিন যুবক নাটোর পৌর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য। তবে অভ্যন্তরীণ কোন্দল বলে অনেকে অভিমত পোষণ করেন।


mr-rifa

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট