দেশিও সংস্কৃতি চর্চা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে : ইনু

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চলচ্চিত্রসহ দেশজ কৃষ্টি ও সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রয়াস চালানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন।

চলচ্চিত্রকে সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম হিসেবে অভিহিত করে হাসানুল হক ইনু বলেন, ‘ধর্মের সাথে চলচ্চিত্রের কোনো বিরোধ নেই। চলচ্চিত্রসহ দেশজ সংস্কৃতিচর্চা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে’।

রবিবার দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান রাজা সড়কের ‘ফেডারেল সিনেমা’ হলে বাণিজ্যিকভাবে বাংলাদেশি সিনেমা ‘শিকারী’র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

কুয়ালালামপুরে শিকারী সিনেমার শুভমুক্তির মাধ্যমে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের মেলবন্ধন রচিত হলো উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এর মধ্যদিয়ে দুইদেশের সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে এক নূতন মাত্রা সংযোজিত হল।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে হাসানুল হক ইনু বলেন, ‘প্রবাস জীবনে দেশের সিনেমা সুস্থ বিনোদন ও দেশীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটের সাথে নৈকট্যের অনুভূতি সৃষ্টি করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট