২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ নভেম্বর সিলেট শুভাগমনে মহানগর আওয়ামী লীগ নেতা বিধান সাহার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন- “জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আগামী ২৩ তারিখ জননেত্রী শেখ হাসিনার সিলেট আগমনে সিলেটবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।”
সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা বিধান সাহার সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর সাদেক গাজী কয়েছ, সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের সভাপতি মনসুজ্জামান চৌধুরী বাবুল।আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- সিদ্দেক আহমদ, ফারুক আহমদ, জামাল আহমদ, সতিশ দেবনাথ ঝন্টু, সৈয়দ মাছুম আহমদ, নিখিল দে, সুয়েব আহমদ, আফজল হোসেন, আবু ইউসুফ সুবেরী ছাদ, অ্যাড. মোস্তফা দেলোয়ার আল আজহার, মিন্টু কুমার পাল মন্টু, মো. জাহিদ সারওয়ার সবুজ, একরাম হোসেন বখত, মিজানুর রহমান জিতু, খায়রুল ইসলাম, অরুন দেবনাথ সাগর, হিরক ধাম, এম এ হান্নান, সাব্বির আহমদ, বিজন দেবনাথ, মুজিবুর রহমান, আশিক আহমদ, রুহুল মালিক ছোটন, আব্দুল আউয়াল কয়েছ, শাহাবুদ্দিন আহমদ, উস্তার আলী, অপূর্ব দেবনাথ, মিটুন লাল দে, আমির হোসেন, মফিজুর রহমান মনু, শেখ আলী আশরাফ সুহেল, এম রশিদ আহমদ, মিজান আহমদ পারভেজ, মোসাদ্দেক হোসেন মুসা, কালাম হোসেন, ইমরান রশিদ চৌধুরী, সুদিন তালুকদার, বিদ্যুৎ ভূষণ দেব, গোবিন্দ দাস, জহিরুল ইসলাম জুয়েল, টিপু দত্ত পুরকায়স্থ, এম.এ মুকিত, মঈনুল হক ইলিায়াছী দিনার চৌধুরী, মুমিনুজ্জামান মুবিন, মিঠু মোহন দেব, শাহিদুল হক রিংকু, উত্তম কুমার দাস, সুবেল আহমদ, জয়নাল আবেদীন লস্কর জুয়েল, তানভীর কবির চৌধুরী সুমন, সৈকত চন্দ্র রিমি, সুমন তালুকদার, লুৎফুর রহমান, আমির হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, এম.এ রিয়াদ, তাকবীর ইসলাম পিন্টু, নিরূপম চক্রবর্তী শুভ্র, মাসুদ আহমদ, ফখরুল ইসলাম, শহিদ মোহাম্মদ আকিব অপু, সাজন মিয়া, শাহিন মিয়া, মোস্তাক আহমদ, শাহ ওলিদুর রহমান, আব্দুল জলিল পারভেজ, গৌরাঙ্গ কুমার চন্দ, নিজাম উদ্দিন, আবুল কাশেম, আফসর রহিম, বিজন চন্দ্র দাস, নন্দন কুমার পাল, কামরুল ইসলাম সুমন, বিদ্যুৎ দাস, খোকন আহমদ খোকা, শপেন্ড্র তালুকদার, মনজু মহলদার, মেহেদী হাসান, আজাদ হোসেন, মঈনুদ্দিন অপু, অভিজিত দাস অপু, জাহিদ হাসান ডালিম, সুমন খান, ওমর ফারুক ফরহাদ, নিজাম উদ্দিন, আমিনুল, জাহেদ আহমদ, জাকারিয়া উল হক, হাবিবুর রহমান হাবিব, আমিনুল হক খসরু, বিজিত দাস, রাসেল আহমদ, সত্যজিৎ দাস, রাজেশ সরকার, সাব্বির আহমদ, কাইয়ূম আহমদ, হোসেন আহমদ রাসেল, শুভ রায় চৌধুরী, জিহান আহমদ, জাবের আহমদ, কাদির খান, কাওছার কামালী, মিল্টন দাস, আকিব আহমদ, নজরুল ইসলাম ছোটন, মোস্তাকিন আহমদ, ফারুক আহমদ, আসিফ হোসেন রনি, সাখাওয়াত হোসেন, সঞ্জয় তালুকদার, লিমন কান্তি দে, কৌশিক দাস, কিশোর কান্তি দে, বিদ্যা ভূষণ চন্দ, আব্দুর রহমান সাগর, অনন্ত মালাকার, নাঈম আহমদ, ছাদিকুর রহমান ছাদিক, শাকিল মুর্শেদ, জামিলুর রহমান, শাহিন আলী, রকি দেব, সুমন দাস, নিক্সন তালুকদার, ছায়াদ আকাশ তালুকদার, মাহমুদুুল হাসান সানি, ঝলক রায়, তারেক আহমদ, জুবায়ের আহমদ, দুলাল আহমদ, বিধান কৃষ্ণ রায়, আব্দুল মোমিন লাহিন, সন্দীপ চৌধুরী, সম্রাট খান, সুদীপ তালুকদার, আকরাম, মিঠুন দেব, বদরুল আলম তুহিন, অভিজিৎ দাস, আব্দুল গফফার রাজু, একে সুমন, রাসেল খান, মাসুম হোসাইন, দেবাশীষ তালুকদার, আব্দুল হাফিজ, জাহেদ আহমদ রাজীব, আখতারুজ্জামান ইমন, সালমান আহমদ, লিমন এ্যাশ, মুন্না কোরেশী, ফয়েজ আহমদ, সুহিন আহমদ, টুটুল মাহমুদ মান্না, শামীম আহমদ, মিফতাহুল হোসেন লিমন, জাকারিয়া আহমদ, সায়েদ আহমদ, ঝলক রায়, মোহন তালুকদার, তাওহীদ হাসান, আফজাজুল করিম, মাহমুদ মিয়া, রানা মিয়া, এস এম সোহাগ, ইসমাইল হোসেন, রাহুল দেবনাথ, মামুন মিয়া, শাহ কামরুল, শেপু, তোফায়েল আহমদ, সানি, লাভলু, সুপ্রীয় পাল রূপম, শাহজালাল, নেছার আহমদ, সুহেদ আহমদ, ওয়াহিদুর রহমান ফরহাদ, আলম খান, ইমরান আহমদ, শিহাব আহমদ, রাজু আহমদ, রুবেল আহমদ, তোফায়েল আহমদ, লাকী আহমদ, সাইদুল হাসান, ছাদিক হোসেন, তানভীর আহমদ, জগৎ জ্যোতি রায়, অন্তু রায়, মনির আজাদ মুন্না, শুভ তরাৎ মাহমুদুল হাসান মনির, সৈয়দ তাহের, মুহিবুর রহমান, হাবিবুর রহমান রাসেল, জাবেদ আহমদ, বদরুল ইসলাম, প্রিতম তালুকদার, নাঈম আহমদ, সারোয়ার আহমদ শাফি,মতিউর রহমান রাফি, রুবাইয়াত আহমদ রাজ, হুজাইফা আহমদ, সুব্রত দাস, সৌরভ তরফদার, সিদরাতুল ইসলাম, রাহুল দেব, আকাশ দেবনাথ, অনিক কর্মকার প্রমুখ।
EDITOR & PABLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Executive Editor : M A Malek
UK Correspondent : Moheuddin Alamgir USA Correspondent : Abul Kashem Murshed
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01711912127
Design and developed by M-W-D