তফসিল ঘোষণা ।। জেলা পরিষদ নির্বাচন ২৮ ডিসেম্বর

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। আজ রোববার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর এই নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর। প্রার্থিতা যাচাই-বাছাই হবে ৩ ও ৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১২ ডিসেম্বর।

উল্লেখ্য, তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।