শহীদ জিয়ার মাজারে জনতার ঢল

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এসময় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার মাজারে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। মাজারে দলটির কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, ওলামা দলের হাজারো নেতাকর্মী উপস্থিত হন।

এছাড়া রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়ার মাজার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।

তারা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

পরে এসব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শহীদ জিয়ার মাজারে পুষ্পার্ঘ অর্পণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এসময় মাজার প্রাঙ্গণে ফাতিহা পাঠ শেষে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য সংক্ষিপ্ত মোনাজাতে অংশ নেন বেগম জিয়া।

এ সময় সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালাম, শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শফিউল বারী বাবু, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, আফোরাজা আব্বাস, সুলতানা আহমেদ, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট