গোয়াইনঘাটে শিক্ষক মাসুক আহমদ লাঞ্চিতের ঘটনায় নিন্দার ঝড়

প্রকাশিত: ২:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৬

লাঞ্চিত শিক্ষক মাসুক আহমদ

লাঞ্চিত শিক্ষক মাসুক আহমদ

৭ নভেম্বর ২০১৬, সোমবার : গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান কর্তৃক বিন্না কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ লাঞ্চিতের ঘটনায় পুরো উপজেলায় নিন্দার ঝড় বইছে। সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক মহল, শিক্ষক সমাজসহ সর্ব মহলে বিরাজ করছে ক্ষোভ, নিন্দা ও মিশ্র প্রতিক্রিয়া।

এ নিয়ে উপজেলার শিক্ষক মহল পূথক পূথক সভা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী পালন করছেন। পূথক পূথক ওই শিক্ষক সমাবেশে বক্তরা হামলা কারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ছেন। অন্যতায় গোয়াইনঘাটের সকল বিদ্যালয় সহ সিলেটের সকল প্রাথমিক বিদ্যালয় অচল করে দেওয়ার হুমকি দেন।

সকাল ১০টা উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন গুলনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলী, নয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, মালগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহতাব উদ্দিন, ফতেপুর ২য় খন্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজির উদ্দিন, গোশাইনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা বেগম, সহকারী শিক্ষক ফজলুল আলম, রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা বেগম। এছাড়া নওগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদুল কিবরিয়া বকুল, আঙ্গাজুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ, নন্দিরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল হক, রানী গঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, জাঙ্গাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম, বীরকুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন।

অপর দিকে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুনকিরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হোসেন, গোজার কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল রঞ্জন পাল, মুসলিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাসুদ, লংলাখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হক, তারুখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন চন্দ্র, বহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদুল কিবরিয়া বকুল।