বৃষ্টিতে পণ্ড বিপিএলের উদ্বোধনী ম্যাচ

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬

বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের রাজশাহী কিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচ। টানা বৃষ্টির কারণে মাঠ খেলার উপযুক্ত না হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। দুপুরে বৃষ্টি কিছুটা থামলেও টস হওয়ার পর আবারো বৃষ্টি নামে।

এদিন টসে জয়লাভ করেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। তবে তিনি মাশরাফি বিন মুতর্জার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। তবে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।

সকাল থেকে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় অনিশ্চয়তা দেখা দেয় খেলা শুরু হওয়া নিয়ে।

তাছাড়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত আগামী দু’দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে নতুন দল খুলনা টাইটান্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

এবারে বিপিএলের চতুর্থ আসরে ৭টি দল অংশ নিচ্ছে। প্রতিদিন দু’টি করে ম্যাচ থাকবে। এক মাসেরও বেশি সময় চলা টুর্নামেন্টের ফাইনাল ৯ ডিসেম্বর।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর সম্ভাব্য একাদশ

মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শরীফ, সোহেল তানভীর, সৈকত আলী, রশিদ খান, আসহার জাইদি, আহমেদ শেহজাদ।

রাজশাহী কিংস এর সম্ভাব্য একাদশ

সাব্বির রহমান রুম্মান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, ফরহাদ রেজা, আবুল হাসান রাজু, মোহাম্মদ সামি, এবাদত হোসেন, ড্যারেন স্যামি, মিলিন্দা সিরিবর্ধনে, সামিত প্যাটেল।