শিক্ষামন্ত্রী নাহিদ ও মিছবাহ’কে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির অভিনন্দন

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ সংগঠনিক সম্পদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা আহবায়ক কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন- তাদের নেতৃত্বে সিলেটের উন্নয়ন আর এগিয়ে যাবে। বিশেষ করে শিক্ষার উন্নয়নে তারা ভূমিকা রাখবেন।

বিবৃতিদাতারা হলেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আহবায়ক শাহ মো. ওয়াইছ মিয়া, সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক নাদিরা সুলতানা, মাসুক আহমদ, আজমল আলী, অলিউর রহমান, অনন্ত চন্দ্র শিল, আব্দুল কাদির, মনোয়ারা বেগম হ্যাপি, বনানী ঘোষ, সদস্য মনিলাল দাশ, ইসলাম উদ্দিন, ফারুক আহমদ, মোজাহিদুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুর রব প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট