নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরে গাড়ির ধাক্কায় তাসফিক তোফা (৪) নামে এক বাংলাদেশি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিকামোড় স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে। তাসফিক তার বাবা-মার সঙ্গে সেখানে থাকতো। তার বাবার নাম তুফায়েল আহমেদ।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, তাসফিক ও তার মা রাস্তা পাড় হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে তোফার মৃত্যুতে শোক জানিয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।

দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে স্থানীয় পুলিশ।